নগর প্রতিনিধি:
আজ ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের বিপরীতে ২৩ প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেবেন।
নির্বাচনে ইতোমধ্যে দফতর সম্পাদক পদের প্রার্থী নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ প্রার্থী সুখেন্দু এদবর ও পাঠাগার সম্পাদক পদে কেএম নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিনুল ইসলাম খসরু, কাজী আল মামুন ও নুরুল আলম ফরিদ। সহ-সভাপতি দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাকির হোসেন, জিয়াউদ্দিন বাবু ও হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক পদে লড়বেন এসএম জাকির হোসেন ও কাজী আবদুল্লাহ আল রাসেল। সহ-সাধারণ সম্পাদক পদে এম. মোফাজ্জেল ও এম লোকমান হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফিন তুষার ও সাগর বৈদ্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্রীড়া সম্পাদক পদে দেওয়ান মোহন ও রুবেল খান ভোটের লড়াই করবেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম. জহির, কমল সেন গুপ্ত, গিয়াস উদ্দিন সুমন, গোপাল সরকার, পুলক চ্যাটার্জি, মঈনুল ইসলাম সবুজ, আবদুর রাজ্জাক ভূইয়া, শাহীন হাসান ও সুমন চৌধুরী। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা অংশ নেওয়া নয় প্রার্থীর মধ্যে নির্বাচিত হবেন সাত জন।
বরিশাল প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রেস ক্লাবে উৎসবের আমেজ বিরাজ করছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বরিশাল প্রেস ক্লাবে মোট ৮১ জন ভোটার রয়েছেন।
The post আজ বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.