অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ফুটবলার ছাড়া নিয়ে দ্বন্দ্ব তীব্র হচ্ছে কোচ মারুফুল হক ও বসুন্ধরা কিসের মধ্যে।
কিংস বাফুফেকে চিঠি দিয়ে মারুফুল হককে অপেশাদার অভিহিত করে তার অধীনে ফুটবলার না ছাড়ার কথা জানিয়েছে। আবার মারুফুল গণমাধ্যমকে বিবৃতি পাঠিয়ে কিংসের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং ক্লাবের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে মারুফুল হক বলেছেন, ‘বসুন্ধরা কিংসের বাকি ৪ জন খেলোয়াড়কে ছাড় করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তাদের পাওয়া যায়নি। আমাদের ম্যানেজার আমাকে ১৪ অক্টোবর রাতে ওই ৪ জনকে ছাড়াই দল চূড়ান্ত করার অনুরোধ করেন। আমিও ১৫ সেপ্টেম্বর ওই ৪ জন ছাড়াই ২৩ জনের দল চূড়ান্ত করি। আমাকে ২৩ জন অপেক্ষাকৃত ফিট খেলোয়াড় বাছাই করার নিমিত্তে বসুন্ধরা কিংসের আসিফ ও মহসিনকে বাদ দিতে হয়েছে।’
‘একটি জাতীয় দলে কারা খেলবে কারা অন্তর্ভুক্ত হবে সেটা নির্ধারণ করবেন দলের হেড কোচ। মূল স্কোয়াড থেকে কোন খেলোয়াড় বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয়- এমন নজির আমার কর্মজীবনে কোথাও দেখি নাই। একজন বয়সভিত্তিক জাতীয় দলের কোচ এর আচরণ বিধি লংঘণ বা অমান্য করেছে সেটা কি কোন ক্লাব বলার এখতিয়ার রাখে? এটা একরকম ঔদ্যত্যপূর্ণ আচরণের পর্যায়ে চলে যায় না কি?’
বিবৃতিতে তিনি আরো বলেছেন, ‘বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আমাকে হেয় প্রতিপন্ন করার যে ব্যর্থ প্রয়াস করেছে, আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ধরনের বক্তব্য যদি বসুন্ধরা কিংস প্রত্যাহার না করে তবে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।’
The post কিংসকে পাল্টা জবাব কোচ মারুফুলের appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024