নগর প্রতিনিধি:
বরিশালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর রুপাতলি হাউজিং ও কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কেডিসি বালুর মাঠ এলাকার বজলু খা এর ছেলে মো. সবুজ খা (৩২), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্ৰামের মনির হোসেনের ছেলে আহসান মোর্শেদ নাফি (২৪), একই এলাকার রকিবুল ইসলামের ছেলে নিয়ামুল ইসলাম (২৪) ও নলছিটির মালিপুর গ্ৰামের মো. আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলি হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়।
এ সময় ঐ ভবন থেকে ৭৮ পিচ ইয়াবাসহ নাফি, নিয়ামুল ও আরিফুলকে আটক করা হয়। এছাড়া পৃথক একটি অভিযানে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৭৫০ গ্ৰাম গাঁজাসহ সবুজ খা’কে আটক করা হয়।
পরিদর্শক সিরাজুল ইসলাম আরো জানান, উভয় ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024