গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দু’মাদককারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া জানান, সোমবার দিবাগত রাতে মৈস্তারকান্দি গ্রামের শাহিন মাঝির বাড়িতে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সম্রাট শাহিন মাঝির কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহিন ওই গ্রামের সিরাজ মাঝির ছেলে। একই অভিযানে ওই গ্রামের সুবল মন্ডলের ছেলে সুভাষ মন্ডলকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেছে।
The post গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদককারবারি গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.