বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে এক নবজাতকে পাওয়া গেল রাস্তার পাশে। পরিচয়হীন নবজাতক শিশুটি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার চলাভাঙ্গা গ্রামের মোঃ আলমগীর হোসেনের স্ত্রী এবং আলী আকবরের মেয়ে মাহফুজা আক্তার বাড়ির সামনের রাস্তায় বের হলে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখেন একটি ছিড়া কাঁথায় পেঁচানো অবস্থায় রাস্তার পাশে একটি বাচ্চা পড়ে আছে।
এবং তাৎক্ষণিক তিনি কাছে গিয়ে দেখেন একটি সদ্য ভমিষ্ট নবজাতক ছেলে শিশু। পরে শিশুটিকে উদ্ধার করে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বামনা উপজেলা হাসপাতালে আসে।
বামনা হাসপাতালে শিশু চিকিৎসার সু-ব্যবস্থা না থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে ভর্তি করানো হয়। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন চিকিৎসা ও দেখা শুনা চলছে। কুড়িয়ে পাওয়া মাহফুজা আক্তার তিনি ও সাথে আছেন।
মাহফুজা আক্তার প্রতিবেদক ও প্রশাসনকে জানান যে আমি নিঃ সন্তানী প্রশাসন যদি আমাকে শিশুটিকে লালন পালন করতে দেয়। তাহলে আমি লালন পালন করতে ইচ্ছুক। বামনা হাসপাতালের চিকিৎসক ডাঃ মাহাদিবিন ওমর হায়দার জানান নবজাতক শিশুটি সুস্থ আছে।
হার্টবিট একটু দুর্বল থাকায় এবং শিশু পরিচর্যার ব্যবস্থা না থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা জানান আমি ঘটনাটি শোনার সাথে সাথেই হাসপাতালে যাই এবং ঊর্ধ্বতন কর্পতৃপক্ষের সাথে আলোচনা করি। নবজাতকের চিকিৎসা ও দেখা শোনার দায়িত্ব সমাজসেবা অধিদপ্তরকে দেয়া হয়েছে। পরবর্তীতে আমরা আইনগত প্রক্রিয়ায় লালন পালনের ব্যবস্থা নিবো।
The post বামনায় রাস্তার পাশে পাওয়া গেল ফুটফুটে নবজাতক appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024