খুলনা বিভাগীয় নজরুল উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার ও প্রেরণার উৎস। কবির গানগুলো আমাদের হৃদয়ে সবসময় বাজে। কবির সকল গান সংরক্ষণ করতে হবে, নজরুল চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে কবি নজরুল সম্পর্কে জানা ও তাঁর গানগুলো চর্চার আহ্বান জানান তিনি।
সভায় জাননো হয়, নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে জানাতে এই উৎসবের আয়োজন। উৎসবের কর্মসূচির মধ্যে থাকবে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০জন নজরুল গবেষক বা নজরুল প্রেমিককে সম্মাননা প্রদান, স্কুল-কলেজ-বিশ্বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, দেশের খ্যাতিমান লেখক ও প্রকাশকদের নিয়ে স্মররিকা প্রকাশ, আলোচনা সভা ইত্যাদি আয়োজন।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, বিভাগীয় নজরুল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এ এইচ এম জামাল উদ্দীন প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পোস্টারের মোড়ক উন্মোচন করেন।
খুলনা গেজেট/ টিএ
The post বিভাগীয় নজরুল উৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024