খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, যুগে যুগে ধর্ম প্রচারকরা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। মহান যিশুখ্রিস্টও একইভাবে তার অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শুভ বড়দিন উপলক্ষে নগরীর বিভিন্ন গীজায় খ্রীস্টান সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।
তারা আরো বলেন, শুভ বড়দিন একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। এ উৎসব ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলনই শুধু সম্পন্ন করে না, পরোক্ষভাবে নানা সম্প্রদায়কে সংযুক্ত করে নানাভাবে। মহান যীশুখৃষ্টও একইভাবে তার অনুসারীদের নিরলস, একনিষ্ঠভাবে মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা ত্যাগ করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরণের অবিচার-নির্মমতা প্রতিরোধে আমাদের সকলকে অঙ্গীকারাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরী। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব। আর তাহলেই স্রষ্টার সন্তষ্টি অর্জনে আমরা সক্ষম হবো।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার নেতৃত্বে বিএনপি নেতারা নগরীর বিভিন্ন গীর্জায় কেক, ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বেগম রেহেনা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, জাকির ইকবাল বাপ্পী, মোঃ নাসির উদ্দিন, জামাল তালুকদার, কল্যান ফ্রন্ট্রের সুজানা জলি, ইফতেখার হোসেন বাবু, শেখ মনিরুজ্জামান মনির, মাহাবুব উল্লাহ সামিম, মোল্লা মশিউর রহমান, মোঃ শফিকুল ইসলাম, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, শেখ মনিরুজ্জামান মনির, শেখ হাবিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম, এস এম নুরুল আলম দিপু, আহসান হাবিব বাবু, মোঃ নুরুল ইসলাম, মোঃ বায়েজিদ, মেশকাত আলী, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, মোঃ শওকত আলী বিশ^াস লাবু, সাইফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল ওয়ারা, মোঃ কামরুজ্জামান রুনু, মোঃ আরিফুল ইসলাম বিপ্লব, শেখ সরোয়ার, জামির হোসেন দিপু প্রমূখ।
খুলনা গেজেট/ টিএ
The post ‘যুগে যুগে ধর্ম প্রচারকরা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024