ইত্তেফাক শুধু একটি পত্রিকা নয়। ইত্তেফাক একটি সংগ্রামের নাম। আর এই সংগ্রামের মূল নায়ক হচ্ছেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া। মানিক মিয়া কোনো ব্যাবসায়িক উদ্দেশ্যে পত্রিকা বের করেননি। এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন, ‘পত্রিকা বের করেছিলাম শহীদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী) সাহেবের শুভেচ্ছা নিয়ে তাঁরই রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী দেশ ও দশের সেবা করে যাব—এই নিয়তে।’ ইত্তেফাককে তিনি মনে… বিস্তারিত