বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসান ফিরে এসেছেন। নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হলে ফেরেন।
এ সময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা খালেদকে তাঁর কক্ষে নিয়ে যান। সহপাঠীরা জানিয়েছেন, খালেদ হাসান সুস্থ আছেন। তবে গত পাঁচ দিন তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন, তা জানা যায়নি।
মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে খালেদের ফিরে আসার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।
খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ জানান, খালেদ হলে ফিরে নিজের কক্ষে আছেন। চুপচাপ আছেন, কথা বলছেন না। তাঁর সঙ্গে এ ক’দিন কী ঘটেছে, তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
খালেদ হাসান গত শুক্রবার থেকে নিখোঁজ বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। সে সময় সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে খালেদ তাঁর বন্ধু ওমর ফারুকসহ বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করেন। পরদিন শুক্রবার ভোর ৫টার সময় তিনি পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেন। ম্যারাথন শেষে বন্ধুকে ফার্মগেট এলাকায় নামিয়ে দিয়ে খালেদ সকাল ১০টা ৪৩ মিনিটে নিজের মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে আসেন। হলে থাকা সিসি ক্যামেরায় তা দেখা গেছে।
এতে আরও দেখা যায়, খালেদ গত শুক্রবার সকাল ১০টা ১৭ মিনিটে সর্বশেষ তাঁর এক বন্ধুর সঙ্গে কথা বলেন, যিনি ঢাকার বাইরে আছেন। তাঁর কক্ষের দরজা বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে বন্ধুরা তালা খুলে কক্ষে তাঁর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পান।
খুলনা গেজেট/এইচ
The post ৫ দিন নিখোঁজ থাকার পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালিদ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024