মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এ উপলক্ষে মেলার মাঠ বিক্রি হয়েছে ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকা। মেলায় থাকছে সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, শিশু বিনোদন, ফার্ণিচারসহ বিভিন্ন স্টল। উন্মুক্ত ডাকে এসব বিক্রির সময় জেলা প্রশাসকের কার্যালয়ে কেশবপুর বিএনপির দু’গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্টল বরাদ্দের উন্মুক্ত ডাক পরিচালনা করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্মুক্ত ডাকে মেলার মাঠ মোট ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। এর মধ্যে সার্কাস প্যান্ডেল বিক্রি হয় ৮ লাখ ৮১ হাজার ১০০ টাকা, ফার্ণিচার এক লাখ ৮৮ হাজার ১০০ টাকা, মৃত্যুকূপ দুই লাখ ৫০ হাজার টাকা, যাদু প্রদর্শনী ১০ লাখ ১২ হাজার টাকা, গাড়ি রাখার গ্যারেজ পাঁচ লাখ ২২ হাজার টাকা ও শিশু বিনোদন কেন্দ্র নয় লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সবগুলো স্টল কিনেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন।
আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত কবির স্মৃতিবিজড়িত সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে মধুমেলা। এতে দেশের বিভিন্ন জেলাসহ দেশি বিদেশি দর্শনার্থীদের আগমণ ঘটবে।
এদিকে মধুমেলার নিলামকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। উন্মুক্ত নিলামে অংশ নেওয়াকে কেন্দ্র করে কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও কেন্দ্রীয় বিএনপির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ অনুসারীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পুলিশ ও জেলা প্রশাসন কঠোর অবস্থানে যাওয়ায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অবশ্য নিলাম চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দু’পক্ষের অবস্থানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তি নিলাম অংশ নেয়। এর মধ্যে কয়েকটি পেয়েছে আকরাম হোসেন। প্রতিবছর কেশবপুরে নিলাম হলেও এবার পূর্ব সিন্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ে হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয়েছে কি না জানি না।
খুলনা গেজেট/এনএম
The post মধুমেলা মাঠ ৩৮ লাখ টাকায় বিক্রি, বিএনপির দু’গ্রুপে হাতাহাতি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024