আবারও নিজেদের যুদ্ধবিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান নিজেদের গুলিতে বিধ্বস্ত হওয়ার তিনদিন পর এমন ঘটনা ঘটলো। সামরিক সূত্রের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, অল্পের জন্য ফাইটার জেটিটি বেঁচে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রণতরি ‘ট্রুম্যান’-এ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এফ/এ-১৮ সুপার হর্নেট মডেলের একটি যুদ্ধবিমান। এ সময় ভুলবশত ক্রুজার থেকে ‘এসএম-২’ মডেলের একটি… বিস্তারিত