4:19 pm, Thursday, 26 December 2024

বরিশালের হয়ে যত ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি

মিউজিক ফেস্ট দিয়ে শুরু হয়েছে বিপিএলের ১১তম আসরের আনুষ্ঠানিকতা। কয়েকদিন পরই শুরু হবে ২২ গজের লড়াই। তবে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
বিপিএল খেলতে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

ঠিক কতটি ম্যাচের জন্য শাহিন আফ্রিদিকে দলে নেওয়া হয়েছে এমন প্রশ্ন করা হয় মিজানুর রহমানকে। জবাবে তিনি বলেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার।

প্রথমে ঢাকা পর্বে মোট দুটি ম্যাচ খেলবে বরিশাল। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহী এবং ষষ্ঠ ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল। এই দুই ম্যাচে দেখা যাবে শাহিনকে। এ ছাড়াও সিলেট পর্বের তিন ম্যাচেও বরিশালের প্রতিনিধিত্ব করবেন এই বাঁহাতি পেসার। ৭ ম্যাচের চুক্তি হলে চট্টগ্রাম পর্বেও দেখা যাবে তাকে।
তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী।

The post বরিশালের হয়ে যত ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি appeared first on Bangladesher Khela.

Tag :

বরিশালের হয়ে যত ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি

Update Time : 07:07:14 pm, Wednesday, 25 December 2024

মিউজিক ফেস্ট দিয়ে শুরু হয়েছে বিপিএলের ১১তম আসরের আনুষ্ঠানিকতা। কয়েকদিন পরই শুরু হবে ২২ গজের লড়াই। তবে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
বিপিএল খেলতে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

ঠিক কতটি ম্যাচের জন্য শাহিন আফ্রিদিকে দলে নেওয়া হয়েছে এমন প্রশ্ন করা হয় মিজানুর রহমানকে। জবাবে তিনি বলেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার।

প্রথমে ঢাকা পর্বে মোট দুটি ম্যাচ খেলবে বরিশাল। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহী এবং ষষ্ঠ ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল। এই দুই ম্যাচে দেখা যাবে শাহিনকে। এ ছাড়াও সিলেট পর্বের তিন ম্যাচেও বরিশালের প্রতিনিধিত্ব করবেন এই বাঁহাতি পেসার। ৭ ম্যাচের চুক্তি হলে চট্টগ্রাম পর্বেও দেখা যাবে তাকে।
তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী।

The post বরিশালের হয়ে যত ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি appeared first on Bangladesher Khela.