খুলনায় রং মিস্ত্রী সোহেল হত্যার মূল আসামি মোস্তফা কাজী আলম হীরাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার গভীররাতে তাকে পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের অজিয়ারের চায়ের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব তাকে পুলিশের নিকট হস্তান্তর করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. মুনীর উল গিয়াস তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে হত্যাকান্ডের ব্যাপারে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোন তথ্য সে দেয়নি। মামলার অধিকতর তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। শুনানির দিন ধার্য করে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
উল্লেখ্য ১৮ ডিসেম্বর রাতে রং মিস্ত্রী সোহেল হাজী মুহসিন রোডের মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানের সামনে দাড়িয়ে ছিল। হত্যা মিশনে আসা দুর্বৃত্তদের সাথে সোহেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেলকে হত্যার উদ্দেশ্যে ওই দুর্বৃত্তরা গুলি করতে থাকে। একটি গুলি তার শরীরে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিহতের বড়বোন ময়না বাদী হয়ে ১২ জন আসামির নাম উল্লেখ করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং ২৫। গ্রেপ্তার কাজী মোস্তফা কামাল হিরা এ হত্যা মামলার প্রধান আসামি।
খুলনা গেজেট/এএজে
The post রং মিস্ত্রী সোহেল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.