আগামী মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) সূর্যটি পশ্চিমাকাশে ডুবে গেলেই প্রতীক্ষা শুরু হবে নতুন বছরের সূর্যোদয়ের। আর সূর্যডুবার এ রাতেই পৃথিবীর হালখাতা থেকে স্মৃতি হবে ২০২৪ নামের আরও একটি বছর। বুধবারের সূর্যের সাথে শুরু হবে ২০২৫ সালের পথচলা। বিদায় বেদনার মাঝেও ৩৬৫ দিনের সফলতা-ব্যর্থতার হিসাব পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় ৩১ ডিসেম্বর রাতে ২০২৫-কে স্বাগত জানিয়ে পালন করা হবে থার্টিফাস্ট নাইট।
বিগত… বিস্তারিত