সাও পাওলো থেকেই ক্যারিয়ারের শুরু করেছিলেন অস্কার। ক্যারিয়ারের শেষ দিকে এসে আবারও সেখানেই ফিরেছেন এই ব্রাজিলিয়ান। তার সঙ্গে তিন বছরের চুক্তির কথা মঙ্গলবার নিশ্চিত করেছে সাও পাওলো। পুরোনো ঠিকানায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। জাতীয় দলের হয়ে না খেললেও এবার দেশের ক্লাবে ফিরতে পেরেই উচ্ছ্বসিত তিনি। অস্কার বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম, ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।’
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেন অস্কার। এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে।
ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৩ টি ম্যাচ খেলেছেন অস্কার। যেখানে গোল করেন ৩৮টি। এই সময়ে জেতেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা কাপ।
আর সর্বশেষ আট মৌসুম অস্কার খেলেন চীনের ক্লাব সাংহাই পোর্টের জার্সিতে। চাইনিজ সুপার লিগের শিরোপার স্বাদ পান তিনবার।
খুলনা গেজেট/এএজে
The post ব্রাজিলে ফিরলেন অস্কার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024