সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়ির ফ্রিজ থেকে সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ইয়াছিন আলীর বাড়ি থেকে এসব মাংস উদ্ধার করা হয়।
বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিজির সদস্যরা গাবুরা ইউনিয়নের চকবার গ্রামের ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির ফ্রিজে রক্ষিত সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে অভিযান কালে বাড়িতে কেউ ছিল না।
তিনি আরও জানান, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে ওই গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম
The post শ্যামনগরের ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024