রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের নারিকেলবাড়িয়া ক্লাব এলাকার দিনমজুর বৃদ্ধ বাবুল মৃধার বসতঘরে ভাংচুর, মালামাল লুট পাট, অগ্নিসংযোগ ও তাদের ওপর হামলার ঘটনার করা মামলায় আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল-পিরোজপুর মহাসড়কে উপজেলার নারিকেল বাড়িয়া ক্লাব এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম রেজোয়ান, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জাকির, তামান্না, ইরানি বেগম, মোঃ মিজান রহমান মৃধা, সুজন প্রমুখ।
বক্তরা বলেন, মামলার চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলার কোন আসামি গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত।
বক্তারা আরো বলেন, স্থানীয় ইউপি সদস্য সোবাহান ও তার ছেলে তৌহিদুল ইসলাম চাঁন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বাহিনী দিয়ে এলাকায় এমন অপকর্ম নেই তারা করে নায়। তাদের হাতে এলাকায় একাধিক ব্যক্তি হামলার শিকার হয়েছে।
তাই এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, আসামীদের না পাইলে ধরবো কিভাবে? মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।
The post রাজাপুর ইউপি সদস্যসহ ২০ আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.