আশুতোষ গোয়ারিকর নির্মিত ‘যোধা আকবর’ সিনেমার কথা মনে আছে তো? ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির কস্টিটিউম নিয়ে তুমুল আলোচনা হয়েছিলো সেসময়। সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের পরা একটি লেহেঙ্গা এবার প্রদর্শিত হলো একাডেমি মিউজিয়ামে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একাডেমি মিউজিয়াম ঘোষণা করেছে যে, যোধা আকবরকে (ঋত্বিক রোশন) বিয়ে করার সময় ঐশ্বরিয়া যে বিয়ের লেহেঙ্গা পরেছিলেন, সেটি একাডেমি মিউজিয়ামের একটি… বিস্তারিত