বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং এতোটাই প্রভাব ফেলেছেন যে স্লেজিংয়ের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয় হেঁটে যাওয়ার পথে কনস্টাসের কাঁধে ধাক্কা দেন বিরাট কোহলি এ ঘটনায় ভারতের এই তারকা ব্যাটার শাস্তি পেয়েছেন।
খেলার দশম ওভার শেষে ঘটনাটা ঘটে। ওভার শেষ করে ক্রিজের মাঝে ধীরে ধীরে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং… বিস্তারিত