ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ৬ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই(নিঃ) ওমর ফারুক রাজু কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী মোঃরুবেল (৩০) কে শম্ভুগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জসীম উদ্দিন কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত বিশেষ ক্ষমতা মামলার আসামী রুবেল হাসান শামীম (৩০) কে কাচিঝুলি এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ তাজুল ইসলাম জুয়েল (৪৪)ও মোঃ হাবীবুর রহমান হাবীব (৩৮)দ্বয়কে কাঠগোলা এলাকা হতে গ্রেফতার করেন।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানায় ২ জন গ্রেফতার করেন। তারা হলেন,শহিদুল (৪৫)ও মোঃরাসেল।
প্রত্যেকআসামীদেরচালানমোতাবেকযথাযথপুলিশস্কটেরমাধ্যমেবিজ্ঞআদালতেপ্রেরনকরাহইয়াছে।
The post ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৬ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.