9:56 am, Friday, 27 December 2024

উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনার সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় সরকার।

আওয়ামী লীগের সমর্থক ও আমলাদের ছাড় দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি বা কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে ছাড় দেয়া হবে না। প্রশাসনের গতি ঠিক রেখে ঢেলে সাজানোর কাজও চলছে।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। সেখানে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইলপত্র ছিল।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

খুলনা গেজেট/এএজে

The post উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে

Update Time : 08:07:41 pm, Thursday, 26 December 2024

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনার সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় সরকার।

আওয়ামী লীগের সমর্থক ও আমলাদের ছাড় দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি বা কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে ছাড় দেয়া হবে না। প্রশাসনের গতি ঠিক রেখে ঢেলে সাজানোর কাজও চলছে।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। সেখানে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইলপত্র ছিল।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

খুলনা গেজেট/এএজে

The post উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.