খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল এর সভাপতিত্বে ও মোস্তফা কামাল রিপন এর সঞ্চালনায় এক কর্মী সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি যথাক্রমে এ্যাডঃ অচিন্ত কুমার দাস, সহ-সভাপতি শেখ নাজমুল কবীর সাদী, শাহ লায়েক উল্লাহ, তৈমুর হোসেন শাহীন, মো. তোবারেক হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন।
সভায় বক্তব্য রাখেন সম্পদক মন্ডলী সদস্য মাজহার জোয়ার্দার পান, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিসুর রহমান, খুলনা মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. মনিরুজ্জামান, সদস্য সচিব মোল্যা কামরুজ্জামান রজব, মাসুদ রানা, শহিদ হাওলাদার, বাবুল হাসান রাজু, মহিলা নেত্রী শাহনাজ পারভিন, জাহিদ হোসেন, অপূর্ব দত্ত নেকু, মো. মুনছুর খা।
সভায় উপস্থিত ছিলেন- মো. আলাদ্দিন, গোলাম সরোয়ার, মো. মুজিবুর রহমান, মো. সাহেব আলী, মো. নজরুল ইসলাম, মো. তাইজুল ইসলাম, মো. সামছু, মো. ইউসুফ আলী, মো. কামরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. আবুল বাসার, মো. আলামিন, মো. আনিস, মো. রাসেল, শেখ ফাহাদ, মো. জহুর, মো. মুন, মো. নাইম, মো. রজব, মো. হেলাল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মো. কাজী হাসানুর রশীদ রাসেলকে আহবায়ক ও মোস্তফা কামাল রিপনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সদর থানা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট/এএজে
The post সদর থানা জাতীয় পার্টির কর্মীসভা ও আহবায়ক কমিটি গঠন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.