11:43 pm, Friday, 27 December 2024

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডকে ভয়াবহ ও নজিরবিহীন আখ্যায়িত করে এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মনে করে তারা।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটি এ কথা বলেছে। সংগঠনের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বিজ্ঞপ্তিটি পাঠান।

বিজ্ঞপ্তিতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সোয়ানুর জামান নামের ফায়ার সার্ভিসের এক সদস্যের ট্রাকচাপায় মৃত্যুতে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের মতো একটি নিরাপত্তাবেষ্টিত স্থানে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পতিত ফ্যাসিবাদী শক্তিদের ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এ ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট অবনতির চিত্র ফুটে উঠেছে। এ ঘটনার পরে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা উচিত। এই অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করে বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরম উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, ফ্যাসিবাদের মদদপুষ্ট নানা মহল থেকে জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আগেই পদোন্নতিতে কোটাসংক্রান্ত সুপারিশ গণমাধ্যমে প্রকাশের ফলে ক্যাডারদের মধ্যে একধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত সংস্কার কমিশনগুলোর সম্ভাব্য চূড়ান্ত প্রতিবেদনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দেখতে পাচ্ছি, সংস্কার প্রস্তাবনা ও সংস্কার কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে নানাবিধ তৎপরতা চলছে। সংস্কার কমিশনগুলো সরকারের কাছে নিজেদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার আগেই এ ধরনের অস্থিরতা এবং কমিশনের কাজে প্রতিবন্ধকতা রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার একটা অপচেষ্টা বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।

 

খুলনা গেজেট/এইচ

The post সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি

Update Time : 07:09:13 am, Friday, 27 December 2024

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডকে ভয়াবহ ও নজিরবিহীন আখ্যায়িত করে এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মনে করে তারা।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটি এ কথা বলেছে। সংগঠনের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বিজ্ঞপ্তিটি পাঠান।

বিজ্ঞপ্তিতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সোয়ানুর জামান নামের ফায়ার সার্ভিসের এক সদস্যের ট্রাকচাপায় মৃত্যুতে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের মতো একটি নিরাপত্তাবেষ্টিত স্থানে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পতিত ফ্যাসিবাদী শক্তিদের ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এ ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট অবনতির চিত্র ফুটে উঠেছে। এ ঘটনার পরে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা উচিত। এই অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করে বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরম উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, ফ্যাসিবাদের মদদপুষ্ট নানা মহল থেকে জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আগেই পদোন্নতিতে কোটাসংক্রান্ত সুপারিশ গণমাধ্যমে প্রকাশের ফলে ক্যাডারদের মধ্যে একধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত সংস্কার কমিশনগুলোর সম্ভাব্য চূড়ান্ত প্রতিবেদনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দেখতে পাচ্ছি, সংস্কার প্রস্তাবনা ও সংস্কার কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে নানাবিধ তৎপরতা চলছে। সংস্কার কমিশনগুলো সরকারের কাছে নিজেদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার আগেই এ ধরনের অস্থিরতা এবং কমিশনের কাজে প্রতিবন্ধকতা রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার একটা অপচেষ্টা বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।

 

খুলনা গেজেট/এইচ

The post সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.