ব্রুনো ফের্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন । অধিনায়কের সাজার পর ম্যানইউও দেখলো শোচনীয় হার। উলভারহ্যাম্পটনের মাঠে ২-০ গোলে হারলো তারা।
বিরতির দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফের্নান্দেস। ৫৮ মিনিটে ম্যাথিউস কুনহা কর্নার থেকে সরাসরি গোল করেন।
আট মিনিটের ইনজুরি টাইমে স্নায়ু ধরে রেখে ১০ জনের ম্যানইউর বিপক্ষে লড়ে যায়। কুনহার পাস থেকে হুয়াং হি চ্যান শেষ কিকে গোল করেন।
উলভসের নতুন কোচ ভিতর… বিস্তারিত