শুরুতেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। দেরিতে হলেও ঘুরে দাঁড়িয়েছে তারা। বৃহস্পতিবার ঘরের মাঠে তারা ৩-১ গোলে জিতেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকলো তারা। এই জয়ে সাত পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রাখলো তারা।
চলতি মৌসুমে ধুঁকতে থাকা লেস্টার ষষ্ঠ মিনিটে লিড নেয়। জর্ডান আইয়ুর গোলে এগিয়ে যায় তারা।
কডি গাকপো বিরতির ঠিক আগে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে কুর্টিস জোন্স সমতা ফেরান। ৮২তম মিনিটে… বিস্তারিত