ময়মনসিংহ সদরের পরানগঞ্জ বাজারে জহুরুল ইসলামের কাছ থেকে ৩ বছর পূর্বে দলিল মূল্যে আদা শতাংশ জমি ক্রয় করেন আকরাম হোসেন নামে এক ব্যবসায়ী। যাহার দলিল নং ১৩,৩৯০ রেজিস্ট্রি করেন ২০২১ সালে জমি ক্রয়ের পর সংশ্লিষ্ট ভূমি অফিসে জমির খারিজ ও খাজনা পরিশোধ করেন তিনি। দীর্ঘ তিন বছর পর দলিল দাতার বড় ভাই স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মাজহারুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে ২৫ ডিসেম্বর বুধবার সকালে বিক্রীত জমি ফেরত চাইতে গেলে জনতার রোষানলে পড়েন বিএনপি নেতা।
তবে স্থানীয়রা বলছেন দলিল বিক্রেতার কোন আপত্তি না থাকলেও বিএনপির ক্ষমতার দাপট দেখিয়ে মাজহারুল ইসলাম বিক্রিত জমি জোরপূর্বক বেদখল করে রেখেছে। জমিক্রেতা আকরাম হোসেন সাংবাদিকদের জানান ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম তাকে চাঁদা না দিলে জমি বুঝিয়ে দিবে না বলে সাফ জানান।
এদিকে বিএনপি নেতা মাজারুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, চাঁদার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং বিন্দু পরিমাণ সত্য না। আমি ২৪ বছর ধরে বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনিয়নের কোন ব্যক্তির কাছে চাঁদা দাবি করি নাই। তিনি আরও বলেন আমার ভাইয়ের বিক্রিত জমি ২ লক্ষ টাকা বেশি দিয়ে ফেরত চায় তিনি।
এমন প্রস্তাবে স্থানীয় লোকজন রাজি না হওয়ায় তাকে টানা হেছড়া করে লাঞ্ছিত করেন।
The post পরানগঞ্জে বিক্রীত জমি ফেরত চাইতে গিয়ে জনতার হাতে লাঞ্চিত বিএনপি’র নেতা appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.