সৈয়দ হক ঘর ভাঙার জন্য কাহিনি দাঁড় করাননি, জীবনকে আশাহত করার জন্যেও তাঁর যাত্রা নয়। মুনির শিরিনকে ফিরিয়ে আনতে যায়, শিরিন ফেরে না। মান-অভিমান, দ্বন্দ্ব-সংঘাত এগুলো জীবনেরই অঙ্গ। বখে যাওয়া ছেলের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি মেজ বউকে আবার বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু মূল উদ্দেশ্য ছিল শিরিনকে দিয়ে মুনিরকে রাজি করিয়ে ডেজির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসানো। লড়াকু মেয়ে আত্মবঞ্চনা, আত্মক্ষরণ চেপে রেখেও এই কঠিন কাজটি ঠিক করে ফেলে। বিনিময়ে ননদের কামাতুর স্বামীর ছোবলে তাকে পড়তে হয়। পুরুষ ধরা মেয়েমানুষের অপবাদ মাথার ওপর নেমে আসে। কিন্তু প্রকৃত সতী নারীকে অসতী বানাবে, কার সাধ্য।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024