ক্রিড়া ডেস্ক:
বরাবরের মতেই এবারের বিপিএল ফরচুন বরিশাল নিয়ে কৌতুহলী দেশের ক্রিকেট ভক্তরা। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে ফরচুন বরিশাল। বসে নেই সমার্থক শুভাকাঙ্খীরাও।
আঞ্চলিকতা বলতে গেলে বরিশাল দেশের সকলের কাছেই ভাষা, সংস্কৃতি ও ভৌগলিক কারনে প্রিয়।
বিপিএল অন্যতম দল ফরচুন বরিশাল নিয়ে বাকেরগঞ্জে কর্মরত সাংবাদিক বায়েজিদ বাপ্পি’র কথা সুরে নিজ কন্ঠেই আসছে একটি থিম সং। গানের কম্পোজিশন করেছেন এসডি সাগর, ভিডিও সম্পাদন এসআই লিখন, চিত্রগ্রহণ করা হয়েছে বরিশাল লঞ্চ ঘাট, ৩০ গোডাউন, বরিশাল স্টেডিয়াম, বেলেস্ পার্ক সহ ঐতিহ্যময় স্থানে।
গানের কথায় বরিশালের আঞ্চলিক ভাষার মিশ্রন করা হয়েছে! বরিশাইল্লা খাতার গাট্টি কবি কেডা কেডা আয়, লঞ্চে হইররা কাপগা নিমু হরবি হানে হায় হায়!!
গানের শুটিং ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে। গানের শিল্পী বায়েজিদ বাপ্পি জানান, মুলত ক্রিকেট এবং প্রিয় বরিশালের ভালবাসা থেকেই এই থিম সং করা। আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। এছাড়া খেলায় ফরচুন বরিশালের সমার্থকদের মধ্যে উৎসাহ যোগাবে।
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সিজন ১১ নামেও পরিচিত, এটি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ মৌসুম, যা বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। লিগটি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুরকার ও রচয়িতা সাংবাদিক বায়জিদ বাপ্পী সকলের কাছে দোয়া চেয়েছেন যেন সবসময় মানসম্মত ও ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন।
The post প্রকাশের আগেই সারা ফেলেছে ফরচুন বরিশালের থিম সং appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.