তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘাতের আশংকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর নগরীর তাবলীগ মসজিদ এলাকায় মোতায়েন ছিল সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য। তাদের কঠোর অবস্থানের কারণে কোনো সংঘাত হয়নি।
সাধারণ মুসল্লিরা জানান, জুম্মার নামাজের আগে সাদপন্থীদেরও মসজিদে যাওয়ার কথা ছিল। কিন্তু জুম্মার নামাজের আগে দুপুর ১২ টার মধ্যে জুবায়েরপন্থীরা তাবলীগ মসজিদে অবস্থান নেন। তারা মসজিদের আশপাশের এলাকাগুলোতে জড়ো হন। কিন্তু জোবায়েরপন্থীরা সাদপন্থীদেরকে মসজিদে ঢুকতে দেবে না বলে ঘোষণা দেয়। এ নিয়ে চরম উত্তেজাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য তাবলীগ মসজিজের সামনে এবং আশপাশের সড়কগুলোর মুখে অবস্থান নেন। তাবলীগ মসজিদের সামনের সড়কে গল্লামারী মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, দুই গ্রুপের দ্বন্দ্ব নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল। সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সংঘাত এড়ানোর জন্য তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।
খুলনা গেজেট/ টিএ
The post দুই গ্রুপের দ্বন্দ্ব : খুলনা তাবলীগ মসজিদ ঘিরে দিনভর সেনাবাহিনী ও পুলিশের সতর্ক অবস্থান appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.