2:21 pm, Saturday, 28 December 2024

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১০

গত ২৭ ডিমসম্বর ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালীমডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই(নিঃ) অংকন সরকার কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) ও মোঃ আরিফ (৫২) ময়মনসিংহদ্বয়কে শম্ভুগঞ্জ  মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সোহেল রানা কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত চুরি মামলার আসামী মোঃ ফয়সাল মিয়া (১৯),শহিদুজ্জামান (১৯)ও  সোহাগ (২১)ময়মনসিংহদেরকে আকুয়া এলা্কা হইতে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোহাম্মদ আলতাফ হোসেন (৬০)ময়মনসিংহকে আকুয়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ জাহিরুল ইসলাম (৫২)জয়পুর হাটের রহমতপুর বাইপাস এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৬৯০ পিস ইনজেকশন উদ্ধার করেন।

ইহা ছাড়াও এসআই (নিঃ) মোজাম্মেল হক, অংকন সরকার, এএসআই (নিঃ)রাকিবুল আলম  থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ৩ পরোয়ানা তামিল করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম হচ্ছে, করিমউজ্জামান (আনন্দ),মোছাঃ মনোয়ারা বেগম ও  মোছাঃ রুবা আক্তার।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

 

 

 

The post ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১০ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Tag :

ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দিয়ে অন্যায় করা হয়েছে: রোনালদো 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১০

Update Time : 10:08:39 pm, Friday, 27 December 2024

গত ২৭ ডিমসম্বর ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালীমডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই(নিঃ) অংকন সরকার কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) ও মোঃ আরিফ (৫২) ময়মনসিংহদ্বয়কে শম্ভুগঞ্জ  মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সোহেল রানা কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত চুরি মামলার আসামী মোঃ ফয়সাল মিয়া (১৯),শহিদুজ্জামান (১৯)ও  সোহাগ (২১)ময়মনসিংহদেরকে আকুয়া এলা্কা হইতে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোহাম্মদ আলতাফ হোসেন (৬০)ময়মনসিংহকে আকুয়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ জাহিরুল ইসলাম (৫২)জয়পুর হাটের রহমতপুর বাইপাস এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৬৯০ পিস ইনজেকশন উদ্ধার করেন।

ইহা ছাড়াও এসআই (নিঃ) মোজাম্মেল হক, অংকন সরকার, এএসআই (নিঃ)রাকিবুল আলম  থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ৩ পরোয়ানা তামিল করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম হচ্ছে, করিমউজ্জামান (আনন্দ),মোছাঃ মনোয়ারা বেগম ও  মোছাঃ রুবা আক্তার।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

 

 

 

The post ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১০ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.