3:26 pm, Saturday, 28 December 2024

হ্যান্ডবলে বিজিবি-আনসার চ্যাম্পিয়ন

বিজয় দিবস হ্যান্ডবলের পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। আজ (শুক্রবার) শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ৩০-২৭ গোলে আনসারকে হারিয়ে শিরোপা জিতেছে। মেয়েদের বিভাগে ফাইনালে ৩৩-১৫ গোলে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার।

সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বিজিবির তারিকুল ইসলাম। নারী বিভাগে সেরা খেলোয়াড় হন আনসারের আলপনা আক্তার। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন-সহ আরও অনেকে।

বছরের শেষদিকে জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ান্দোর খেলা শুরু হয়েছে। প্রথম দিনেই জুনিয়র বিভাগে স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছে আবরার শাহরিয়ার ও সুহা রাইফা। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বালক ১৪-১৭ বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার আবরার শাহরিয়ার স্বর্ণ, মানিকগঞ্জের শাহমাত রৌপ্য এবং চট্টগ্রামের নবিন চন্দ্র বড়ুয়া ও কক্সবাজারের মীর জুমলাছির সায়ান ব্রোঞ্জ জেতেন।

বালিকাদের এই গ্রুপে রাঙামাটির সুহা রাইফা সাইদ স্বর্ণ, চট্টগ্রামের রাজিকা পাল রৌপ্য এবং মানিকগঞ্জের তাজমিন নওরীন খান ও ব্রাহ্মণবাড়িয়ার আরিতা খন্দকার ব্রোঞ্জ জিতে নিয়েছে। এবারের আসরে সিনিয়র-জুনিয়র বিভাগে সাড়ে ৬০০ তায়কোয়ান্দোকা অংশ নিচ্ছেন।

The post হ্যান্ডবলে বিজিবি-আনসার চ্যাম্পিয়ন appeared first on Bangladesher Khela.

Tag :

হ্যান্ডবলে বিজিবি-আনসার চ্যাম্পিয়ন

Update Time : 11:07:21 pm, Friday, 27 December 2024

বিজয় দিবস হ্যান্ডবলের পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। আজ (শুক্রবার) শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ৩০-২৭ গোলে আনসারকে হারিয়ে শিরোপা জিতেছে। মেয়েদের বিভাগে ফাইনালে ৩৩-১৫ গোলে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার।

সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বিজিবির তারিকুল ইসলাম। নারী বিভাগে সেরা খেলোয়াড় হন আনসারের আলপনা আক্তার। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন-সহ আরও অনেকে।

বছরের শেষদিকে জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ান্দোর খেলা শুরু হয়েছে। প্রথম দিনেই জুনিয়র বিভাগে স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছে আবরার শাহরিয়ার ও সুহা রাইফা। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বালক ১৪-১৭ বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার আবরার শাহরিয়ার স্বর্ণ, মানিকগঞ্জের শাহমাত রৌপ্য এবং চট্টগ্রামের নবিন চন্দ্র বড়ুয়া ও কক্সবাজারের মীর জুমলাছির সায়ান ব্রোঞ্জ জেতেন।

বালিকাদের এই গ্রুপে রাঙামাটির সুহা রাইফা সাইদ স্বর্ণ, চট্টগ্রামের রাজিকা পাল রৌপ্য এবং মানিকগঞ্জের তাজমিন নওরীন খান ও ব্রাহ্মণবাড়িয়ার আরিতা খন্দকার ব্রোঞ্জ জিতে নিয়েছে। এবারের আসরে সিনিয়র-জুনিয়র বিভাগে সাড়ে ৬০০ তায়কোয়ান্দোকা অংশ নিচ্ছেন।

The post হ্যান্ডবলে বিজিবি-আনসার চ্যাম্পিয়ন appeared first on Bangladesher Khela.