দুই যুগ পার হলেও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই তরল বর্জ্য শোধনাগারটি (ইটিপি প্ল্যান্ট) চালু হয়নি। তদারকির অভাবে নষ্ট হয়ে গেছে ইটিপি প্ল্যান্টটির বেশির ভাগ যন্ত্রপাতি। চুরি হয়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমার ও সবগুলো বৈদ্যুতিক মোটর।
এদিকে ইটিপি প্ল্যান্ট না থাকায় তামাই গ্রামের তাঁতশিল্পে সুতা রঙের কাজে ব্যবহৃত কেমিক্যাল মিশ্রিত পানি শোধন ছাড়াই যত্রতত্র খাল, বিল ও ডোবা, নালায় ফেলা হচ্ছে। ফলে… বিস্তারিত