দিনভর উচ্ছ্বাসে মেতেছিলো দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ‘৮৯ ব্যাচের শিক্ষার্থীরা। আড্ডা, গল্প আর খুনসুটিতে মেতেছিল তারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) আড়ংঘাটা বাইপাস শারাফাত হোসেনের বাগান বাড়িতে দিনভর চলে এ উচ্ছ্বাস।
দীর্ঘদিন পর স্কুল জীবনের সহপাঠীদের কাছে পেয়ে অনেকে ছিলেন আপ্লুত। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের আবেগ প্রকাশ করেন। অনেকে সেলফি তুলে মোবাইলে বন্ধুর স্মৃতি ধরে রাখে। মধ্যাহ্নভোজের পর শুরু হয় সহপাঠীদের স্মৃতিচারণ, ব্যান্ডের তালে গান আর নাচ। মাগরিবের নামাজের বিরতির পর আবারও শুরু হয় সংগীতানুষ্ঠান। ব্যাচের শিক্ষার্থী সঙ্গীতশিল্পী তারিকের একের পর এক মনোমুগ্ধকর গানে সবাইকে মাতিয়ে তোলে। রাতে বারবিকিউ পার্টির মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী মনোমুগ্ধকর এ উচ্ছ্বাসের আয়োজন।
বিদ্যালয়ের ‘৮৯ ব্যাচের শিক্ষার্থী ও বন্ধুসভা আয়োজন কমিটির অন্যতম শারাফাত হোসেন খুলনা গেজেটকে বলেন, ২০২০ সাল থেকে প্রতি বছর মুহসিন বয়েজ স্কুলের ‘৮৯ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে দিনটিকে উপভোগ করি। বছরের এই দিনটির অপেক্ষায় বন্ধুরা অধীর আগ্রহে থাকে। রুটি রুজির তাগিদে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা সবাই একত্রিত হই। আড্ডা, গল্প, স্কুল জীবনের স্মৃতিচারণ, গান বাজনা খাওয়া দাওয়া করে সকাল থেকে রাত পর্যন্ত দিনটিকে স্মরণীয় করে রাখি। আগামী বছরগুলোতেও আমাদের এ বন্ধুসভার আয়োজন অব্যাহত থাকবেন ইনশাল্লাহ।
খুলনা গেজেট/লিপু
The post উচ্ছ্বাসে মেতেছিলো মুহসিন স্কুলের ‘৮৯ ব্যাচের শিক্ষর্থীরা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.