খানজাহান আলী থানা বিএনপি ও এর অন্তর্গত আটরা গিলাতলা, যোগীপোল ইউনিয়ন ও কেসিসি ২ নং ওয়ার্ড ইউনিটের নব-নির্বাচিত বিএনপি’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে খানজাহান আলী থানার ইষ্টার্ণগেট চত্বরে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি ও সংবর্ধিত অতিথি কাজী মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের থানা কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সংবর্ধিত অতিথি আবু সাঈদ হাওলাদার আব্বাস। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিটু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক ডাঃ আব্দুর রইজ, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মামুন শেখ।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সভাপতিত্বে এবং আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জি এম মঞ্জুরুল ইমামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন বিআরডিবি’র চেয়ারম্যান কাজী মোনতাজ উদ্দিন, ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সরদার সেলিম আহম্মেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম মফিজুর রহমান টিপু, স্থানীয় বিএনপিনেতা সরদার নজরুল ইসলাম, সাইফুল্লাহ তারেক, জাকারিয়া মাহমুদ পিটু, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, মহিলা দলনেত্রী রেশমী সুলতানাসহ স্থানীয় বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খুলনা গেজেট/লিপু
The post খানজাহান আলী থানা বিএনপি নেতাদের সংবর্ধনা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.