যুক্তরাষ্ট্রের কালোরাডোতে কেকেসিও/কেজেসিটি’র এক রিপোর্টারের ওপর হামলা চালিয়েছে এক নাগরিক। হামলার সময় ওই ব্যক্তির দাবি, ‘এখন এটি ট্রাম্পের আমেরিকা!এই দেশকে তোমার মতো লোকদের কাছ থেকে রক্ষা করার শপথ নিয়েছি।’ ওই ব্যক্তির বিরুদ্ধে ঘৃণার কারণে সংঘটিত অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।
ওই ব্যক্তির নাম প্যাট্রিক থমাস ইগান। গত ১৮ ডিসেম্বর কলোরাডোর… বিস্তারিত