নিউইয়র্কে চলমান ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে ড্রেসকোড নিয়ম ভাঙার কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্ব দাবার শীর্ষ খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। পোশাক নীতিমালা লঙ্ঘন করায় আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) তাকে এই সিদ্ধান্ত জানিয়েছে। খবর গার্ডিয়ান।
শনিবার (২৮ ডিসেম্বর) একটি ম্যাচের পর জিনস পরার কারণে তাকে সতর্ক করা হয় এবং ২০০ ইউএস ডলার জরিমানা করা হয়। নবম রাউন্ডে অংশগ্রহণের আগে পোশাক পরিবর্তনের জন্য অনুরোধ করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে তাকে ওই রাউন্ড থেকে বাদ দেয়া হয়। এই ঘটনার পর কার্লসেন নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ফিদে তাদের বিবৃতিতে জানায়, ম্যাগনাস কার্লসেন পোশাক নীতিমালা লঙ্ঘন করেছেন। প্রধান বিচারক তাকে এই বিষয়ে জানিয়েছেন এবং জরিমানা করেছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন পোশাক পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করেন। তাই তাকে নবম রাউন্ডে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’
এদিকে নিজের অযোগ্য ঘোষণার বিষয়ে ম্যাগনাস কার্লসেন ‘টেক টেক টেক’ পডকাস্টে বলেন, আমি বলেছিলাম আগামীকাল পোশাক পরিবর্তন করব। কিন্তু তারা বলল, আমাকে এখনই তা করতে হবে। আমার জন্য এটি নীতিগত বিষয়। তাই আমি এই পর্যায়ে এসেছি। সত্যি বলতে, এ ধরনের বিষয় নিয়ে আমার বয়স অনুযায়ী এতটা চিন্তা করার দরকার নেই।
কার্লসেন আরও বলেন, আমি ফিদের ওপর খুব বিরক্ত। ভবিষ্যতে ফিদের সঙ্গে কোনো কিছু করতে চাই না। যারা আমাকে সমর্থন করেছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে এটি আমার ব্যক্তিগত নীতিগত অবস্থান।
ম্যাগনাস কার্লসেন ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে পাঁচবার এবং ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপে সাতবার শিরোপা জিতেছেন। তবে এবারের টুর্নামেন্টে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। অষ্টম রাউন্ড শেষে তার স্কোর ছিল ৫/৮, যা শীর্ষস্থানীয় খেলোয়াড়ের চেয়ে দেড় পয়েন্ট কম।
এদিকে তিন দিনের বিরতির পর সোমবার থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কার্লসেন। দাবার এই গ্র্যান্ডমাস্টার ফিদের সঙ্গে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং নিজের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ খুঁজে নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
খুলনা গেজেট/এনএম
The post জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট থেকে বাদ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.