দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। তার পরেও ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাইড হয়েছেন তিনি। কারণ কার্লসেন ফিদের ড্রেস কোড অনুসরণ করেননি।
যত ঘটনা জিন্স পরে আসার জন্য। শুরুতে সপ্তম রাউন্ড শেষে জিন্সের জন্য নরওয়েজিয়ান এই দাবাড়ুকে ২০০ ডলার জরিমানা করা হয়েছিল। কিন্তু নবম রাউন্ডে তাকে পোশাক বদল করতে বলা হলেও সেটি তিনি অনুসরণ করেননি। তাই একই… বিস্তারিত