অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী এবার ফুটবল লিগ খেলছে বিদেশি ফুটবলার ছাড়াই। দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক দেশি ফুটবলারদের নিয়েই লিগের পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছেন। আজ বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। আবাহনী লিমিটেড ৫ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে পুলিশ এফসি তৃতীয় হারে আগের ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে।
বিগত ম্যাচগুলোতে আবাহনীর জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড সুমন রেজা। তিনি চোট পেয়ে সাত সপ্তাহের জন্য ছিটকে গেছেন। আজ তাকে ছাড়াই জিতেছে আবাহনী। সুমনের জায়গায় নামা আরেক স্ট্রাইকার আরমান ফয়সাল আকাশ ও উইঙ্গার শাহরিয়ার ইমন গোল করেন।
শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রথমার্ধের ১৭ মিনিটে ভালো সুযোগ নষ্ট করে পুলিশ। আল-আমিন দীপক বক্সের জটলার ভেতর থেকে ঠিকঠাক শট নিতে ব্যর্থ হওয়ার পর কাজেম শাহ কিরমানি শট নিলে বল চলে যায় বাইরে। ২৩ মিনিটে মানিক মোল্লাকে কাটিয়ে রবিউল হাসান বাঁ পায়ে পাস দিয়েছিলেন, বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশ চলতি বলেই কোনাকুনি শটে কাঁপিয়ে দেন জাল।
শুরুতে ৭০ মিনিটে ক্রস থেকে আবাহনীর ইব্রাহিম লক্ষ্যে ঠিকঠাক হেড নিতে পারেননি। পারলে হয়তো ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। তিন মিনিট পর পুলিশের ইসার পাসে আরিফ দুরূহ কোণ থেকে গোল করার চেষ্টা করলেও তা দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।
৭৬ মিনিটে শাহরিয়ার ইমনের জোরালো শট ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনিই গোলটি করেছেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে ইমন পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষকে কাটিয়ে ডান পায়ে দারুণভাবে গোল করেন।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমহগঞ্জ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। বোয়েটেং দুটো,তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন,সাব্বির হোসেন রাজন হাওলাদার একটি করে গোল করেছেন। রহমতগঞ্জও চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে। ইয়ংমেন্স আগের তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।
The post আবাহনীর চতুর্থ জয়, রহমতগঞ্জের গোলবন্যা appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024