রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেছেন, মানুষের মর্যাদা দুটো জিনিসে। একটি হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা। আরেকটি হচ্ছে এই মহাবিশ্বে মানুষ হচ্ছে আল্লাহ‘র খলিফা বা প্রতিনিধি। এজন্য নিজেকে সম্মান ও মর্যাদার জন্য আল্লাহর দাসত্ব করতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) বাগেরহাটে ঐতিহ্যবাহী বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যদি আল্লাহ‘র দাসত্ব না করি, আমাদের মস্তিস্কের গঠন এমন, আমরা অন্যকিছুর দাসত্ব করব। আল্লাহপাকের দাসত্ব যদি আমাদের হৃদয়ে না থাকে, তাহলে আমরা ক্ষমতা, অর্থ অথবা পদ-পদবী ও রাজনৈতিক ক্ষমতার দাসত্ব করতে পারি।যা আল্লাহ পাকের দাসত্বের থেকে খুবই নিকৃষ্ট। এজন্য মাদরাসাগুলোতে শিশুদেরকে আল্লাহ‘র বান্দা হওয়ার শিক্ষা দিতে হবে।
উপাচার্য বলেন, মাদরাসার বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানো হয়। এর সাথে একজন শিশু যেভাবে সঠিকভাবে আল্লাহ‘র দাসত্ব করতে পারে সেই শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিশুরা যাতে ভবিষ্যতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারে সে ধরনের যুগোপযোগী শিক্ষা দানের অনুরোধ করেন এই শিক্ষাবিদ।
মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ বি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোঃ নসরুল্লাহ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাওলাদার মোঃ রকিবুল বারি, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, ফকিরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মুসা হুসাইন খান, মাধবকাঠী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশি রহমান খান, বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খিজির ইসলাম প্রমুখ।
দিনব্যাপি এই মিলন মেলায় বিভিন্ন সময় মাদ্রাসায় পড়া কয়েক হাজার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি নতুন দের উৎসাহ দেন মাদরাসা কর্তৃপক্ষ। সকাল থেকেই নবিন ও প্রবিনদের মিলন মেলায় পরিনত হয় মাদরাসা প্রাঙ্গন।
খুলনা গেজেট/ টিএ
The post আল্লাহ পাকের দাসত্ব করা মানুষের জন্য মর্যাদার : রাবি উপাচার্য appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024