বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। তাদের প্রথম ইনিংসে ৫৮৬ রানের পর ব্যাট হাতে কড়া জবাব দিচ্ছে আফগানিস্তানও। তবে সেটা দিচ্ছে রেকর্ড প্রদর্শনীতে! তৃতীয় দিনে কোনও উইকেটই পড়তে দেয়নি সফরকারী দল। টেস্টে যা জিম্বাবুয়েতে ঘটেছে এবারই প্রথম! তারা দিন শেষ করেছে ২ উইকেটে ৪২৫ রানে। সফরকারী দল এখনও ১৬১ রানে পিছিয়ে।
অবশ্য টেস্টে উইকেটহীন একটি পূর্ণ দিন দেখা গেলো ২০১৯ সালের পর।… বিস্তারিত