রাজধানীর মিরপুর কালশী এলাকা। পরিবার থেকে জানা যায়, ২০২২ সালে নববর্ষের শুরুতে লাগাতার আতশবাজির শব্দে অসুস্থ হয়ে পড়ে রায়হান তালুকদার। তিনি হার্টের রোগী ছিলেন, বাইপাস সার্জারি ছিল তার। রায়হান তালুকদারের মেয়ে জানায়, ‘ঐ রাতের এলোপাথাড়ি শব্দে বাবার ঘুম ভেঙে যায় এবং তিনি ছটফট করছিলেন, আমরা শব্দের কারণে ঘরের জানালা-দরজা বন্ধ করে রেখেছি, আর বাবা বলছিল আমার কষ্ট হচ্ছে জানালা খুলে দাও। তাকে আমরা… বিস্তারিত