5:00 am, Tuesday, 31 December 2024

২০২৫ সালের জানুয়ারিতে জুমা হবে ৫ দিন

শুরু হতে যাচ্ছে ২০২৫ সাল। দুদিন পরেই দেখা মিলবে নতুন বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের প্রথম মাসটি মুসলমানদের জন্য একটু অন্য রকম অনুভূতির হতে যাচ্ছে। কারণ, ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি জুমা বা শুক্রবার পেতে যাচ্ছেন মুসলমানরা।

শুক্রবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে ইসলামে। হাদিসে শুক্রবারের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। এই দিনটি দোয়া কবুল ও সওয়াব লাভের অন্যতম মাধ্যম।

মুসলমানরা গুরুত্বের সঙ্গে এই দিন ইবাদত পালনের চেষ্টা করেন। সাধারণত প্রত্যেক মাসে চারটি শুক্রবারের দেখা মেলে। তাই ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি জুমা বা শুকবারের দেখা মেলা মুসলমানদের জন্য কিছুটা স্পেশাল বলা যেতে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি শুক্রবার—
জানুয়ারি—০৩
জানুয়ারি—১০
জানুয়ারি—১৭
জানুয়ারি—২৪
জানুয়ারি—৩১

২০২৫ সালে জানুয়ারি মাস শুরু হবে বুধবারে। এর দুদিন পরেই শুক্রবারে জুমার নামাজ পালন করবেন মুসলমানরা। বছরের শুরুর এই মাসটি ৩১ দিনের হওয়ায় সময়ের পরিক্রমায় মাসের শেষ দিনও শুক্রবার হবে। এ কারণে ২০২৫ সালে জানুয়ারিতে পাঁচটি শুক্রবার পাবেন মুসলমানরা।

শুক্রবারে মুসলমানরা তাড়াতাড়ি সব কাজ শেষ করে জুমার নামাজের জন্য প্রস্তুত হোন। সবাই আগে আগে মসজিদে গিয়ে সামনের কাতারে বসে ইবাদতের চেষ্টা করেন। শুক্রবার সবার আগে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলতের কথা বণির্ত হয়েছে হাদিসে।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন।’ (বুখারি, হাদিস: ৮৮২)

খুলনা গেজেট/এএজে

 

The post ২০২৫ সালের জানুয়ারিতে জুমা হবে ৫ দিন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

২০২৫ সালের জানুয়ারিতে জুমা হবে ৫ দিন

Update Time : 12:07:01 pm, Sunday, 29 December 2024

শুরু হতে যাচ্ছে ২০২৫ সাল। দুদিন পরেই দেখা মিলবে নতুন বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের প্রথম মাসটি মুসলমানদের জন্য একটু অন্য রকম অনুভূতির হতে যাচ্ছে। কারণ, ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি জুমা বা শুক্রবার পেতে যাচ্ছেন মুসলমানরা।

শুক্রবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে ইসলামে। হাদিসে শুক্রবারের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। এই দিনটি দোয়া কবুল ও সওয়াব লাভের অন্যতম মাধ্যম।

মুসলমানরা গুরুত্বের সঙ্গে এই দিন ইবাদত পালনের চেষ্টা করেন। সাধারণত প্রত্যেক মাসে চারটি শুক্রবারের দেখা মেলে। তাই ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি জুমা বা শুকবারের দেখা মেলা মুসলমানদের জন্য কিছুটা স্পেশাল বলা যেতে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি শুক্রবার—
জানুয়ারি—০৩
জানুয়ারি—১০
জানুয়ারি—১৭
জানুয়ারি—২৪
জানুয়ারি—৩১

২০২৫ সালে জানুয়ারি মাস শুরু হবে বুধবারে। এর দুদিন পরেই শুক্রবারে জুমার নামাজ পালন করবেন মুসলমানরা। বছরের শুরুর এই মাসটি ৩১ দিনের হওয়ায় সময়ের পরিক্রমায় মাসের শেষ দিনও শুক্রবার হবে। এ কারণে ২০২৫ সালে জানুয়ারিতে পাঁচটি শুক্রবার পাবেন মুসলমানরা।

শুক্রবারে মুসলমানরা তাড়াতাড়ি সব কাজ শেষ করে জুমার নামাজের জন্য প্রস্তুত হোন। সবাই আগে আগে মসজিদে গিয়ে সামনের কাতারে বসে ইবাদতের চেষ্টা করেন। শুক্রবার সবার আগে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলতের কথা বণির্ত হয়েছে হাদিসে।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন।’ (বুখারি, হাদিস: ৮৮২)

খুলনা গেজেট/এএজে

 

The post ২০২৫ সালের জানুয়ারিতে জুমা হবে ৫ দিন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.