বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:j
চর দখল নিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় এক পক্ষের মামলায় পুলিশ হেফাজতে থাকা বিএনপি নেতা জসীম আহম্মেদ তুহিনকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার (২৯ ডিসেম্বার) সকালে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে রোববার বেলা ১১ টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির একাংশ। কালাইয়া ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচি ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা অংশ নেয়।
অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম আহম্মেদ তুহিনকে প্রকাশ্যে মারধর করার পর পুলিশ হেফাজতে নিয়ে গ্রেপ্তার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আরেকপক্ষ। কালাইয়া ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত কালাইয়া বন্দরে জসীম উদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাহার সিকদার বলেন, বিএনপি নেতা জসীম উদ্দিনকে সন্ত্রাসীদের হাত থেকে পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো একটি ন্যাক্কারজনক ঘটনা। জসীম উদ্দিন কোনো হামলার ঘটনার সঙ্গে জড়িত না থেকেও আসামি হয়েছেন। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জসিম উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
প্রসঙ্গত, উপজেলার চরফেডারেশনে খাসজমি দখলকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ পঞ্চায়েত (৩৮), ছাত্রদলের কর্মী মো. জয় (২৪), মো. রেদোয়ান (২৫), মো. ইয়াসিন (২৪) ও মো. সজল (২৩) সহ কমপক্ষে ১০ আহত হন। এদের মধ্যে গুরুতর আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার জেরে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিনের ওপর হামলা চালায় ৪০-৪৫ জনের একটি দল। পরে পুলিশ ওই দোকান থেকে বিএনপি নেতা জসিম আহম্মেদ তুহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
পরে চরফেডারেশনে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রদল কর্মী ইয়াসিন ওইদিন রাতে বিএনপি নেতা জসিম উদ্দিনকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন,‘অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। একপক্ষ মামলা করেছে। ওই মামলায় বিএনপি নেতা জসীম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
The post বাউফলে হামলা-পাল্টা হামলা: বিএনপির এক পক্ষের মানববন্ধন ও আরেক পক্ষের সংবাদ সম্মেলন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.