11:32 am, Wednesday, 1 January 2025

অনুভূতি

Update Time : 04:06:40 pm, Sunday, 29 December 2024

এসব গল্পের শেষ নেই,
কথাদের দুরন্তপনায় বাধ্য কলমের চাষ,
নিভৃতে কাঁদে কবিদল—
কথা তবু থামে না।
অনুভূতি যদি মরে যায়,
কথাগুলো থেমে যাবে—
নতুন জীবনের গল্প বলবে শুধু,
কী নেই জানবে না কখনোই!