খুলনায় সোনাডাঙ্গা থানাধীন এলাকায় ইজিবাইক ছিনতাই চেষ্টাকালে কাজী তরিকুল ইসলাম ওরফে শরিফুল (৫১)-কে আটক করে পুলিশ। শনিবার তাকে আটক করা হয়।
আটক কাজী তরিকুল ইসলাম ওরফে শরিফুল নড়াইল জেলার নড়াগাতী থানার কালিনগর এলাকার কাজী হারুন অর রশিদের ছেলে।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (২৮ ডিসেম্বর) নগরীর খালিশপুর নতুন রাস্তা থেকে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে, সোনাডাঙ্গা থানাধীন কেডিএ এ্যাপ্রোচ রোডে নিয়ে গিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ শরিফুলকে আটক করা হয়। এ সময় আলামত হিসেবে ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২৫, তাং-২৮/১২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯২/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম
The post নগরীতে ইজিবাইক ছিনতাই চেষ্টাকালে আটক ১ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024