ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় গ্রেপ্তার বাসচালক মো. নুরুদ্দিন (৩০) দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়া বাস মালিক ডাবলু বেপারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে গ্রেপ্তার করা বেপারী পরিবহনের মালিক ডাবলু বেপারীকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুর রহমান। আদালত আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ ডিসেম্বর মামলার বাদী নরুল আমিনের বোনের পরিবার প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষায় করে। তাদের গাড়ির সামনে মোটরসাইকেলে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তান ছিলেন। মোটরসাইকেলটি টোল দেওয়ার সময় প্রাইভেটকারকে পেছন থেকে বেপরোয়া গতিতে বেপারী পরিবহন ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হন।
খুলনা গেজেট/ টিএ
The post দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বাসচালক, মালিক কারাগারে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.