যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্টে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল,ফেনসিডিল ও গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এ সময় বিজিবি কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সন্ধ্যা সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং মাদকের চালান আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকারের মালামাল, কম্বল, ফেনসিডিল,কসমেটিক্স ও গাঁজা আটক করা হয়।
আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।
খুলনা গেজেট/ টিএ
The post বিজিবি’র অভিযান: সীমান্তে ভারতীয় পন্য ও মাদক আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.