10:30 pm, Wednesday, 1 January 2025

সাদুল্লাপুর তাফসীরুল কোরআন মহাফিল অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম,রুবেল,গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর ঝাউলার বাজার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এর আয়োজনে তফসীল কুরআন মহাফিল অনুষ্ঠিত হয়। 
২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আলহাজ হষরত মওঃ নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও চঞ্চালনায় কৃষ্ণপুর দ্বী- মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্ ইবনে মাসউদ মন্ডল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কমিটি আইনজিবীফোরাম,হাইকোট,এ্যাডঃ মোস্তফা সরোয়ার সোহান।

প্রধান পৃষ্টপোষকতায় প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দ, বরণ্য অতিথি ইসলামী ব্যাংক সিনিয়ার অফিসার গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও পরিচালক,দারুল কুরআন হাফেজিয়া ক্বওমি মাদ্রাসা,অলিবাজার বগুড়া হষরত হাফেজ ক্বারী মাওঃ মোঃ আব্দুর রহিম শেরপুরী। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন ইম্ম ও খতিব,বাইতুল জামে মসজিত মিন্সবগঞ্জ মাওঃ শাহ্ আরিফুল ইসলাম মিজাহিদ,তৃতীয় বক্তা কারী মাওঃ মোঃ সেলিম রেজা,গাইবান্ধা।
ওয়াজ মহাফিলের পুর্বে ইসলামী সংগীত পরিবেশন করেন,সাদুল্লাহপুরের নবতরঙ্গ শিল্পী গোষ্টী।

Tag :

সাদুল্লাপুর তাফসীরুল কোরআন মহাফিল অনুষ্ঠিত

Update Time : 10:12:00 pm, Sunday, 29 December 2024
ছাদেকুল ইসলাম,রুবেল,গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর ঝাউলার বাজার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এর আয়োজনে তফসীল কুরআন মহাফিল অনুষ্ঠিত হয়। 
২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আলহাজ হষরত মওঃ নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও চঞ্চালনায় কৃষ্ণপুর দ্বী- মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্ ইবনে মাসউদ মন্ডল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কমিটি আইনজিবীফোরাম,হাইকোট,এ্যাডঃ মোস্তফা সরোয়ার সোহান।

প্রধান পৃষ্টপোষকতায় প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দ, বরণ্য অতিথি ইসলামী ব্যাংক সিনিয়ার অফিসার গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও পরিচালক,দারুল কুরআন হাফেজিয়া ক্বওমি মাদ্রাসা,অলিবাজার বগুড়া হষরত হাফেজ ক্বারী মাওঃ মোঃ আব্দুর রহিম শেরপুরী। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন ইম্ম ও খতিব,বাইতুল জামে মসজিত মিন্সবগঞ্জ মাওঃ শাহ্ আরিফুল ইসলাম মিজাহিদ,তৃতীয় বক্তা কারী মাওঃ মোঃ সেলিম রেজা,গাইবান্ধা।
ওয়াজ মহাফিলের পুর্বে ইসলামী সংগীত পরিবেশন করেন,সাদুল্লাহপুরের নবতরঙ্গ শিল্পী গোষ্টী।