বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ই আগস্ট বিকেল পাঁচটায় বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফরিদপুর গ্রামে গাজীতলা বাজার সংলগ্ন বিপুল চন্দ্র দাস ও বিনয় চন্দ্র দাসের বাড়ি ঘরে হামলা লুট ও মন্দিরে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় দুর্বৃত্তরা।
ওই ঘটনার পর থেকে সংখ্যালঘু পরিবারগুলো প্রতিবেশীর বাড়ি ঘরে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় তাদের বাড়ি ঘরে ফিরে এসে আশ্রয় নেয়।
পরবর্তীতে ভাঙচুর লুটপাট ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর বিপুল চন্দ্র দাস স্থানীয় এনায়েত হোসেন তুরানসহ ৯ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামিপক্ষ বিপুল চন্দ্র দাস ও বিনয় চন্দ্র দাসকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল।
মামলা তুলে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে আসামিরা মামলার বাদী বিপুল চন্দ্র দাসের ছোট ভাই বিনয় চন্দ্র দাসের উপর ২৮ ডিসেম্বর সকাল ছয়টায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মামলার বাদি বিপুল চন্দ্র দাস অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট আমাদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর লুটপাট করায় গত ২৩ সেপ্টেম্বর আমি বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। মামলাটি তুলে না নেয়ায় আসামিরা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, আমার ভাই বিনয় একটি ইটভাটার ম্যানেজারের দায়িত্ব রয়েছে। সকালবেলা ১০ লক্ষ টাকা নিয়ে ইটভাটায় রওনা দিলে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আমার ভাই কে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিনয় চন্দ্র দাস কে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনা একটি মামলা হয়েছে। বিনয় চন্দ্র দাসের বাড়ি ঘর মন্দিরে ভাঙচুর ঘটনায় যে মামলাটি হয়েছিল ওই মামলার শহিদুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
The post বাকেরগঞ্জে বিনয় দাসের বাড়িঘর, মন্দিরে ভাঙচুর লুট ঘটনায় মামলা করায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.