মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তাজমুল আহসান আজাদ ও তার পরিবার-পরিজন বাড়িছাড়া। মেহেন্দিগঞ্জের কালিকাপুর মরহুম শাহজাহান ডিহিদার এর ছোট ছেলে তাজমুল ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কমিটিতে তার ছিল একচেটিয়া দাপট।
তার মেজ ভাই মুরাদ বলেন, তাজমুল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলেও আওয়ামী রাজনীতিতে জড়িত থাকায় এলাকার মানুষ তার ওপর ক্ষুব্ধ। গত রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ করেই কে বা কারা হামলা চালায়। তবে আগে থেকেই ভয়ে পরিবারের সবাই বরিশাল শহরে সরে যায়। এ কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাই। আর আগে থেকেই প্রবাসে আছে ছোট ভাই তাজমুল। এমন পরিস্থিতিতে তাজমুল ও আমাদের পরিবার- পরিজনের বাড়ি ফেরা অনেকটা আতঙ্কের।
মুরাদ বলেন, আমার ভাই স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমার পরিবারের সবাই আতঙ্কে আছে, কখন কি হয়ে যায়। তাই বেশির ভাগ সময় প্রাণভয়ে কালিকাপুর নিজেদের বাড়ি ছেড়ে বরিশালের ভাড়া বাসায় অবস্থান করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আবার হামলার ঘটনা ঘটলো। অথচ আমার ভাই সরকার পতনের পূ্র্বেই দেশত্যাগ করে। ওর রাজনীতিতে জড়িত থাকার কারণে আজকে আমাদের পুরো পরিবার-পরিজন বাড়িছাড়া।
The post নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তাজমুল ও তার পরিবার-পরিজন বাড়িছাড়া appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.